Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চাটার

নিবন্ধণ ও উপ-আইন সংশোধনঃ

 

১। বৈধ উপায়ে নিজেদের আথ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য নূন্যতম ২০(বিশ) জন একক ব্যক্তির সমন্বয়ে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন প্রদান করা হয়।

২। সমবায় সমিতির নিবন্ধনের সময় সমবায় সমিতি পরিচালনার সুনিদিষ্ট বিধানাবলী সবন্বিত উপ-আইন নিবন্ধন ও প্রয়োজনবোধে উপ-আইনের সংশোধন করা হয়।

৩। সরকারি কমসূচীর আওতায় বিত্তহীন, ভূমিহীন ও আশ্রয়হীনদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতির নিবন্ধনের জন্য ৫০/=(পঞ্চশ) টাকা এবং অন্যান্য সমিতি নিবন্ধনের জন্য ৩০০/=(তিনশত)টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়।

৪। দারিদ্র বিমোচনের লক্ষ্যে সেচ্ছায় বা সরকারি কমসূচীর আওতায় গঠিত প্রাথমিক ৩০০০/=(তিনহাজার), কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে এককোটি টাকা এবং অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে বিশ হাজার টাকা পরিশোধিত মূলধন থাকতে হয়।

 

 

 

ব্যবস্থাপনা , অডিট, পরিদশণ, বিরোধ নিষ্পত্তি ও অবসায়নঃ

 

১। সমিতির ব্যবস্থাপনা গনতান্তিক ভাবে নিবাচিত কমিটি কতৃক পরিচালিত হয়। কোন সমবায় সমিতি নিধারিত তারিখে নিবাচন করতে ব্যথ হলে অন্তবতী কমিটি গঠন করতে হয়।

২। জেলা সমবায় অফিসার কতৃক ক্ষমাত প্রাপ্ত কোন কমচারী বা ব্যক্তি দ্বারা প্রাথমিক সমিতির  ব্যবস্থাপনা ও আথিক কাযক্রমের উপর বাৎসরিক নিরিক্ষা সম্পাদন করা হয়।

৩। সমিতিতে সংগঠিত কোন অনিয়ম জেলা সমবায় অফিসার পরিদশন কিংবা তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করেন।

৪। প্রাথমিক সমিতিতে নিবাচন সহ যে কোন বিরোধ জেলা সমবায় অফিসারে নিকট দায়ের করা হলে তিনি বা নিযুক্ত শালিশকারী ন্যায় বিচার, সমতা ও সবিবেচনা প্রসূত ভাবে নিধারিত সময়ের মধ্যে রায় প্রদান করেন। রায়ে  কেউ সংক্ষুব্ধ হলে বিভাগীয় সমবায় দপ্তরের উপ-নিবন্ধক(বিচার) এর নিকট আপিল করতে পারেন।

৫। প্রাথমিক সমিতি অকাযকর হলে কিংবা সদস্যগন সমিতি পরিচালনায় অনাগ্রহী হলে জেলা সমবায় অফিসার সমিতিকে অবসায়ন করতে পারেন। আবার সদস্যদের আগ্রহের কারনে অবসায়ন আদেশ প্রত্যাহার করতে পারেন।

 

প্রশিক্ষণঃ

 

১। কুমিল্লা শহরের উপকন্ঠে কোট বাড়িতে অবস্থিত দেশের শীষ  সমাবয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ সমবায় একাডেমি এবং মুক্তাগাছা সহ  ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটউটে সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। জেলা সমবায় কাযালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট সমিতিতে গিয়ে সদস্যদের প্রশিক্ষণ দিয়ে থাকেন।

২। সমবায় অধিদপ্তরের ঢাকস্থ সদর কাযালয়, বাংলাদেশ সমবায় একাডেমি ও মুক্তগাছা সহ ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষন ইনস্টিটউটে অবস্থিত অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এর মাধ্যমে সদস্য ও সমবায় অধিদপ্তরের কমকতা/কমচারীদের আধুনিক তথ্য প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।

 

অভিযোগ নিষ্পত্তিঃ

কোন অভিযোগ থাকলে জেলা সমবায় অফিসারের নিকট দাখিল করলে তা নিষ্পত্তি করা হয়ে থাকে।